fbpx

টাঙ্গাইলে চলছে পরিবহন ধর্মঘট !

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে পরিবহন ধর্মঘট চলছে।

জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি ও বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা এ ধর্মঘট সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।এর আগে গেলো ১৯ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।

গেলো ১২ ফেব্রুয়ারি রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলরত ধলেশ্বরী সার্ভিসের ইনসাফ পরিবহনের বাসে ডাকাতি ও চালক মো. শাহজাহান মিয়াকে হত্যার ঘটনায় জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার, গোড়াই হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জসহ সব কর্মকর্তাকে প্রত্যাহার, সড়ক-মহাসড়কে অবৈধ যান সিএনজি-করিমন-নছিমন বন্ধ, গাড়িতে পুলিশের চাঁদাবাজি ও অন্যায়ভাবে রাস্তায় হয়রানি বন্ধ, রাস্তায় ডাকাতি বন্ধসহ যাত্রীদের সার্বিক নিরাপত্তা প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাত দিনের আল্টিমেটাম দেয়া হয়। গতকাল রোববার আল্টিমেটামের সেই সাত দিন শেষ হলে প্রশাসনের পক্ষ থেকে বাসে ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার ছাড়া আর কোনো দাবি বাস্তবায়ন না করায় এই ধর্মঘটের ডাক দেয় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *