fbpx

জয়পুরহাটে উদ্ধারকৃত শিশুটির ঠিকানা কেউ জানে না

জয়পুরহাট স্টেশন এলাকা থেকে ওমর ফারুক নয়ন (৪) নামে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি জয়পুরহাট সদর থানা হেফাজতে রয়েছে।বুধবার দিনগত রাতে স্টেশন এলাকা থেকে কান্নারত অবস্থায় পথচারী রনি (১৬), আসলাম (৮) ও আল-আমিন (১২) নামের তিন শিশু নয়নকে উদ্ধার করে।

ওমর ফারুক জানিয়েছে, তিনটি ছেলে তাকে বেড়ানোর নাম করে বাড়ি থেকে নিয়ে এসেছে। তারা সবাই মিলে স্টেশনে তাকে খুব মারপিট করেছে।সে পুলিশকে জানিয়েছে, তার গ্রামের বাড়ি পার্বতীপুর। বাবার নাম রুবেল হোসেন, মায়ের নাম ফাতেমা বেগম ও বড় ভাই ফাত্তাহ্। এছাড়া সে কিছু বলতে পারে না।শিশুটিকে উদ্ধারকারী পথচারী রনি জানায়, বুধবার রাতে তারা তিনজন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে চিৎকার করে কান্নারত অবস্থায় শিশুটিকে দেখে এগিয়ে আসে।এসময় দু্র্বৃত্তরা শিশুটিকে ফেলে পার্বতীপুরগামী ট্রেনে চড়ে পালিয়ে যায়। শিশুটির হাত-পা, পিঠ ও মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, শিশুটির বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তাই তাকে চিকিৎসার জন্য জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।শিশুটি যেহেতু তার বাবা-মার নাম ছাড়া ঠিকানা ঠিকমতো বলতে পারছে না, সেই কারণে শিশুটি থানা হেফাজতে থাকবে।কেউ যদি শিশুটির বাবা-মার ঠিকানা ও পরিচয় জানাতে পারেন, তাহলে জয়পুরহাট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *