চৌদ্দগ্রামে জোর পূর্বক ভূমি দখলের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা
জগন্নাথ দিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা কামাল উদ্দিন গং দের পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ১৩ নং জগন্নাথ দিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা কামাল উদ্দিন গং দের পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। কালাম উদ্দিন গং ওয়ারীশ সূত্র মালিক হইয়া প্রাপ্ত সম্পত্তি ভোগ দখল করে আসছে দীর্ঘ সময় দরে।
১ম পক্ষ কামাল উদ্দিন গং দের সম্পত্তির লোভে পরে ২য় পক্ষ শহীদ উল্ল্যাহ(৩০),জাবেদ মিয়া(৩৫),কুদ্দুস মিয়া(৪৫),আবদুল হালিম(৫৫) আবদুর রউফ(৫০), গং রা অবৈধ ভাবে জোর পূর্বক বেদখল করার চেষ্টা চালাচ্ছে।২য় পক্ষ শহীদ উল্ল্যাহ গংরা সন্ত্রাসী হামলা করে তাদের বিভিন্ন ভাবে ভয় ভৃতি দেখিয়ে আসছে। ১পক্ষ কামাল উদ্দিন গং উক্ত সম্পত্তি সি.এস.খতিয়ান নম্বর ৭৩ এস.এ. খতিয়ান নম্বর ৬২ সহ ১ম পক্ষের পিতা আবদুল মালিক বিগত ১২।০২।৫৭ ইং তারিখে ১৮৯৭ নং সাফ কবলা দলিল মুলে আমেনা খাতুন নামিয় ব্যাক্তির নিকট হইতে নালিশী তপছিলোক্ত দাগের সম্পত্তি হইতে ও অপরাপর দাগের সম্পত্তি সহ মোট ১৭ ডিং সম্পত্তি খরিদ সুত্রে মালিক হয়।
২য় পক্ষ গন নালিশী তপছিলোক্ত সম্পত্তিতে নিঃস্বত্ববান ব্যাক্তি বটে।হাল বাংলাদেশ জরিপামলে ১ম পক্ষের নামে সাবেক ১৮১/১৮২/১৮৩ হাল ৩৮৯ দাগে বাড়ি ১৩ শতক সাবেক ১৮৩/হাল ৩৯০ দাগে ০৩ শতক সম্পত্তি বাবতে ডিপি ২৫০ নং খতিয়ান মালিক।প্রথম পক্ষ কালাম উদ্দিন সাংবাদিক সাক্ষাতে বলেন সরকারি সকল কাগজ পত্রে মালিক হওয়ার পরও ২য় পক্ষরা মিথ্যা কাগজ পত্র দিয়ে আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করছে।তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ঘর বাড়ি ভাংচুর সহ বাড়ির আশে পাশে গাছ গাছরা কেটে নিয়ে তারা জোর পূর্বক বিল্ডিং তৈরি করছে।
কালাম উদ্দিন গং ফৌজদারী বিধির ১৪৫ ধারায় পি.আর.মালমা নং-২৮০/১৮ ২য় পক্ষ শহীদ উল্ল্যা সহ ০৫ জন এর বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধিতে অভিযোগ দায়ের করেন।কালাম উদ্দিন আরোও বলেন আমি আর্থিক ভাবে অস্বচ্ছল ও জনবলহীন ব্যক্তি। ২য় পক্ষ আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতিসহ প্রান নাশের হুমকি দিচ্ছে।আমি প্রশাসন সহ সকল আইন শৃঙ্খলা বাহীনির হাস্তক্ষেপ কামনা করি।