fbpx

জরিমানা হল বিরাট কোহলির

আইসিসি কোড অফ কন্ডাক্ট ভেঙে জরিমানা হল বিরাট কোহলির। আম্পায়ারের প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখিয়ে ২৫ শতাংশ ম্যাচ ফি কাটা গেল ভারত অধিনায়কের।

আইসিসি নিয়মবিধির ২.১১ আর্টিকেল অনুসারে প্লেয়ার অ্যান্ড প্লেয়ার সাপোর্ট আইনে জরিমানা হয়েছে বিরাটের। ম্যাচ রেফারির অভিযোগ, ক্রিকেট স্পিরিট মানেননি বিরাট। গতকাল দ্বিতীয় ইনিংসের ২৫ নম্বর ওভার চলাকালীন ঘটনাটি ঘটে। বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হয়। খারাপ আউটফিল্ডের জন্য আম্পায়ার মাইকেল গাউকে অভিযোগ জানান ভারত অধিনায়ক। তীব্র অসন্তোষ প্রকাশ করেন। রাগে বল ধরে ছুঁড়ে ফেলেন তিনি। ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানান, অসন্তোষ প্রকাশ আক্রমণাত্মকভাবে আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করা উচিত হয়নি বিরাটের। এই অভিযোগে বিরাটকে ম্যাচের ২৫ শতাংশ জরিমানা করেছে ম্যাচ রেফারি।

বিরাটের এই ব্যবহারে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেছেন মাইকেল গাউ, পল রেইফিল, রিচার্ড কেটেলবারো ও চতুর্থ আম্পায়ার আলাউদ্দিন পালেকর। এরপরই শাস্তি ঘোষণা হয় বিরাটের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *