fbpx

গায়ের রং নিয়ে খোঁটা, ডালে বিষ মিশিয়ে পাঁচজনকে মারলেন গৃহবধূ

রান্না খারাপ আর গায়ের রং কালো—এ নিয়ে প্রায়ই কটাক্ষ করতেন শ্বশুরবাড়ির লোকজন।  তাই সুযোগমতো ডালে বিষ মিশিয়ে পাঁচজনকে হত্যা করে ‘প্রতিশোধ’ নিয়েছেন এক গৃহবধূ। ঘটনায় অসুস্থ হয়েছেন আরও ৮০ জন।

২৩ জুন, শনিবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতের মহারাষ্ট্রের খালাপুর গ্রামে গত ১৮ জুন এ ঘটনা ঘটলেও তা পরে জানাজানি হয়।

প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে সুরেশ গোবিন্দ সারভাসের সঙ্গে বিয়ে হয় প্রদন্যা সারভাসের।  বিয়ের পর থেকেই গায়ের রং কালো বলে প্রদন্যাকে নানা কথা শোনাতেন স্বামী, শাশুড়ি, দুই ননদসহ প্রায় সব আত্মীয়। পাশাপাশি রান্না ভালো নয় বলেও শোনাতেন নানা রবম কটুকথা। এ কারণে বহুদিন ধরেই প্রতিশোধের মতলব আঁটছিলেন প্রদন্যা।

পুলিশের দাবি, ঘটনার দিন প্রদন্যাদের পরিবারের এক আত্মীয় গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে শতাধিক আত্মীয়-পরিজনের সঙ্গে প্রদন্যার পরিবারের লোকজনও যোগ দেন।  সেই অনুষ্ঠানের ডালে গোপনে সাপ মারার বিষ মিশিয়ে দেন প্রদন্যা।

খাওয়া-দাওয়া শেষ হওয়ার পরই শ্বাসকষ্ট, বমি ও পেটে ব্যথার মতো উপসর্গ শুরু হয় অনেকের। একে একে অসুস্থ হয়ে পড়েন ৮৮ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গত কয়েক দিনে তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

প্রদন্যার পরিবারের এক সদস্য বলেন, ‘খাওয়ার সময় ডাল অত্যন্ত কটু স্বাদ লেগেছিল। তারপর আর কিছু মনে নেই।’

ঘটনায় সন্দেভাজনদের জিজ্ঞসাবাদের পর প্রদন্যাকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, প্রদন্যা জানিয়েছেন লুকিয়ে বাড়ি থেকে ওই বিষ নিয়ে গিয়েছিলেন তিনি।

https://currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *