fbpx

ব্রেকিং নিউজঃ

খুলনা সিটি নির্বাচন বর্জনের ঘোষণা

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে পাটকল শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে খালিশপুর-দৌলতপুর শিল্পাঞ্চল।

বন্ধ কয়েকটি পাটকল চালু করলেও বেতনভাতাসহ সুযোগ সুবিধা না পাওয়ায় দুর্ভোগে প্রায় ৫০ হাজার শ্রমিক পরিবার। দাবি মানা না হলে সিটি নির্বাচনে ভোট না দেয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। খুলনা মহানগরীর ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণ খালিশপুর-দৌলতপুর শিল্পাঞ্চল।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বন্ধ করে দেয়া হয় এ অঞ্চলের পাটকলসহ ৮টি শিল্প-কারখানা। বর্তমান সরকার খালিশপুর জুট মিল, দৌলতপুর জুটমিল এবং পিপলস মিলসহ চারটি পাটকল চালু করে। কিন্তু ৯টি সরকারি পাটকল শ্রমিকরা কয়েক মাসের বকেয়া মজুরি ও ভাতা না পেয়ে বকেয়া বেতন-ভাতাসহ ১১দফা দাবিতে আন্দোলন শুরু করেছে।

শ্রমিক নেতারা বলেছেন, সিটি নির্বাচনের আগেই মজুরি কমিশনসহ ১১দফা দাবি পূরণ না হলে নির্বাচনে ভোট বর্জন করবে লক্ষাধিক শ্রমিক। তবে প্রার্থীরা শ্রমিকদের মন গলাতে বেতন-ভাতা পরিশোধসহ সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়েছেন। শ্রমিকদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *