fbpx

আজ দুই মাস

খালেদা জিয়ার কারাবাসেরআজ দুই মাস পূর্ণ হলো

আজ দুই মাস খালেদা জিয়ার কারাবাসের

এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের আজ দুই মাস পূর্ণ হলো। গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হয়। এরপর থেকেই কারাগারে আছেন বেগম জিয়া।

খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরদিনই থেকেই বিএনপি প্রতিদিনই ঢাকাসহ সারাদেশে নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি দিচ্ছে। এর মধ্যে অনশন, অবস্থান এবং মিছিল সমাবেশ অন্যতম। আর ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সমানের এলকাকেই তারা কর্মসূচি পালনের মোক্ষম জায়গা হিসেবে বেছে নিয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে হাইকোর্ট ৪ মাসের জামিন দেন। কিন্তু আপিল বিভাগের নির্দেশে জামিন স্থগিত হয়ে যায় ১৯শে মার্চ। অন্যদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেগম জিয়ার সাজা কেন বাড়ানো হবে জানতে চেয়ে রুলও জারি হয়েছে।

এদিকে গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিত্সার জন্য কিছু বিষয়ের পরীক্ষা জরুরি বলে মেডিক্যাল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়।

গতকালের এ ঘটনায় বেগম খালেদা জিয়াকে টানাহেঁচড়া করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে নেওয়া হয় বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করেন।

খালেদা জিয়ার কারাবাস এখন কতটা দীর্ঘ হয় বলা কঠিন। তবে আগামী ৮ই মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বেগম জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুদকের আপিল শুনানির দিন ধার্য রয়েছে।

https://currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *