fbpx

কঠিন সমীকরণে আর্জেন্টিনা

বিশ্বকাপের আসর শুরুর আগে কে ভেবেছিল গ্রুপ পর্ব পার করতেই এতো কঠিন সমীকরণে পড়তে হবে আর্জেন্টিনাকে।

‘ডি’ গ্রুপের ফেভারিট হয়েই বিশ্বকাপের মঞ্চে আসে জর্জ সাম্পাওলির শিষ্যরা। কিন্তু শুরু দিনের ধাক্কাই আজ গলার কাঁটা বাঁধলো ফেভারিটদের। আসরে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পরে দ্বিতীয় ম্যাচেও ক্রোয়েশিয়ার কাছে পাত্তা পায়নি মেসিরা। এমন হতাশা জনক পারফর্মে আসর থেকে ছিটকে যাওয়ার পথে টিম আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপে টিকে থাকতে হলে আজ তাদের সামনে কঠিন সমীকরণ। আজকের ম্যাচে যেভাবেই হোক সুপার ঈগলদের হারাতেই হবে আর্জেন্টিনার। পাশাপাশি ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচেও নজর দিতে হবে। যদি আইসল্যান্ড হেরে যায় তাহলে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে যে দল জিতবে সেই দলই যাবে নক-আউট পর্বে। আর যদি সেই ম্যাচটি ড্র হয় তাহলে ভাগ্য খুলবে সুপার ঈগলদের। সেন্ট পিটার্সবার্গে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার  ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত বারোটায়।

এর আগে মোট চার বার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-নাইজেরিয়া। চারবারের দেখায়ই জয় পায় ল্যাটিন আমেরিকার দল আর্জেন্টিনা। তবে সুপার ঈগলরাও সহজে হার মানেনি আর্জেন্টিনার কাছে। রোমাঞ্চকর লড়াইয়ের মধ্যেই লড়াই করেছে দুই দল। যার কারণে বিশ্বকাপে আর্জেন্টিনার-নাইজেরিয়া ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা।

২০১৪ সালের বিশ্বকাপেও গ্রুপ পর্বেই আহমেদ মুসা ও লিওনেল মেসির দ্বৈরথ হয়েছিল। সেদিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। তবে মেসিদের আনন্দে মাটি দিয়ে ৬০ সেকেন্ডই পাল্টা গোল করেন মুসা। প্রথমার্ধের শেষের দিকে আবার ও দলকে এগিয়ে নেন মেসি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই গোল শোধ করেন মুসা। এমন পাল্টা আক্রমণের শেষ হাসিটা অবশ্য মেসিদেরই ছিল। কেননা ৫০ মিনিটে আর্জেন্টিনার জয় সূচক গোলটি করেন মার্কোস রজো।

আজ আবারও খাদের কিনারায় এসে মুখোমখি দুই দল। আর আসরে টিকে থাকতে হলে দুই দলেরই জয়ের কোন বিকল্প নেই। আর্জেন্টিনা যেমন চাইবে নিজেদের সেরাটা দিয়ে আফ্রিকানদের ঠেকাতে। ঠিক তেমনি নাইজেরিয়ারও জয় ছাড়া কোন পথ নেই। আর্জেন্টিনার কাছে বিগত হারের ক্ষত গুলো ভুলে নিজেদের দেশকে নকআউটে নিয়ে যাওয়াই আহমেদ মুসাদের একমাত্র লক্ষ্য। সবকিছু মিলিয়ে আজকের ম্যাচটি হতে যাচ্ছে রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ।

দুই দলের সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনা: ফ্রাংকো আরমানি, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওতামেন্দি, মার্কস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো পেরেজ, হাভিয়ের মাশ্চেরানো, এভার বানেগা, অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জাল হিগুয়েইন ও লিওনেল মেসি।

নাইজেরিয়া: ফ্রান্সিস উঝো (গোলরক্ষক), উইলিয়াম ট্রুস্ট-একং, কেনেথ ওমেরো, লিওন বালোগান, ওঘেনেকারো ইতেবো, উইলফ্রেড এনদিদি, জন অবি মিকেল(অধিনায়ক), ব্রায়ান ইদু , ভিক্টর মোসেস, কেলেচি ইহেনাচো, আহমেদ মুসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *