fbpx

বীজ ও সার বিতরণ :

কচুয়ায় ১১৮০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ মহসিন হোসাইন,কচুয়া,চাঁদপুরঃ কচুয়া উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০১৭-২০১৮ অর্থবছরে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব,সাংবাদিক আবুল হোসেন ও আলমগীর তালুকদার।

কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সৈয়দ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে ১১ শত ৮০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে প্রতি জনকে ২০ কেজি ইউরিয়া,১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি ও ৫ কেজি ধান বিতরণ করা হয়। এছাড়া ও আন্তপরিচর্চা বাবদ প্রতিজন কৃষককে নগদ ৫ শত টাকা করে দেওয়া হয়।

একই অনুষ্ঠানে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০ জন জেলের মধ্যে ১০ জনকে সেলাই মেশিন ও অপর ১০ জনের মধ্যে ছাগল বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *