পুলিশে দিলো ব্যবসায়ীরা!
কচুয়ায় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলো ব্যবসায়ীরা!
আটক করে পুলিশে দিলো ব্যবসায়ীরা!
মোঃ মহসিন হোসাইন, কচুয়া,চাঁদপুরঃগতকাল মঙ্গলবার দুপুরে কচুয়ায় পৌরসভার তালুকদার সুপার মার্কেটে ক্রেতাদের কেনাকাটার ব্যস্ততম সময়ে এক মহিলা ক্রেতার গলা থেকে স্বর্ণের চেন নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার চিৎকারে পাশের লোকজন হাতেনাতে দুই মহিলা ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে ব্যবসায়ীরা।
আটক ওই ছিনতাই কারী হলো-মুন্সিগঞ্জ জেলার কালিখোলা এলাকার মৃত জমির হোসেনের কন্যা আসমা বেগম (মিনরা) ও তার সহযোগী মুন্সিগঞ্জ জেলা কালিখোলা গ্রামের তাহসানের স্ত্রী তানিয়া বেগম (সুইটি)।
কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন (বাটা) ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বলেন- ছিনতাইকারী সংঘদ্ধ চক্র এরা একটু সুযোগ পেলেই ব্যবসায়ী ও ক্রেতাদের সর্বশান্ত করে ফেলে। ওদের উপযুক্ত বিচার হওয়া দরকার ।