fbpx

কচুয়ায় তিন মাছ ব্যবসায়ীর ভ্রাম্যমান আদালতে জরিমানা

মোঃ মহসিন হোসাইন,কচুয়া,চাঁদপুরঃ কচুয়া উপজেলায় সরকারি নির্দেশ উপেক্ষা করে ডিমওয়ালা ইলিশ মাছ বিক্রি করায় তিন মাছ ব্যবসায়ীর ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত তিন মাছ ব্যবসায়ী হচ্ছে-কচুয়া উপজেলার কড়ইয়া গ্রামের আব্দুর রবের পুত্র মোস্তফা(৩৫),আবু তাহেরের পুত্র বেলাল হোসেন(২২) ও সাহেব আলীর পুত্র রনি(১৯)।

গতকাল শুক্রবার কচুয়া পৌর বাজারে ডিমওয়ালা ইলিশ মাছ বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে কচুয়া থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম ও এসআই মাহবুবুর রহমান সংগীয় ফোর্স নিয়ে মাছ বাজারে অভিযান চালিয়ে উল্লেখিত তিন মাছ ব্যবসায়ীকে ডিমওয়ালা মাছ সহ আটক করে থানায় নিয়ে আসে।

পরে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রট রুমন দে’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত মস্য সংরক্ষন আইনে উল্লেখিত তিন মাছ ব্যবসায়ীদের ৫হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতে জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *