fbpx

ফল প্রকাশ :

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষনা

২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মে’ মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে। সূত্র জানিয়েছে, আগামী ৬ মে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
 ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। ৪ ও ৫ মে সরকারি ছুটি। এ কারণে ৬ মে ফল প্রকাশ হতে পারে। এ দিনটিকেই টার্গেট করে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে ঢাকা শিক্ষাবোর্ডসহ অন্য বোর্ডগুলো।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮ হাজার ৫৫১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার্থীদের মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন ছাত্রী। সারাদেশে ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ ফেব্রুয়ারি শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ২৫ ফেব্রুয়ারি । আর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *