fbpx

ইতালি ও ভ্যাটিকান সিটি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সরকারি সফরে ইতালি ও ভ্যাটিকান সিটি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি রোম ভিত্তিক ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাড) বার্ষিক গভর্নিং কাউন্সিলের সভা অনুষ্ঠিনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সংস্থাটির প্রেসিডেন্ট মি. গিলবার্ট এফ হউংবো-এর আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি।

জানা যায়, সফরকালে শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও পরিবেশ খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা হবে। এরপর ভ্যাটিকান সিটিও সফর করবেন প্রধানমন্ত্রী।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *