fbpx

আবারও আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরি

সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছিলো ম্যাচটি।

ডিপিএলের রেলিগেশন লীগের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে কলাবাগান ক্রীড়া চক্র এবং ব্রাদার্স ইউনিয়ন। এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলাবাগান অধিনায়ক ফারুক হোসেন। এরপর ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৫২ রান সংগ্রহ করে কলাবাগান। এই নিয়ে চলতি ডিপিএলে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক আশরাফুল। আর তাঁর অপরাজিত ১০২ রানের ইনিংসটির মধ্য দিয়েই ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আবাহনীর আনামুল হক বিজয়কে টপকে গিয়েছেন তিনি।

বর্তমানে ১৩ ম্যাচে ৬৬.৫০ গড়ে ৬৬৫ রান সংগ্রহ আশরাফুলের। অপরদিকে বিজয়ের সংগ্রহ ৬৬০ রান। এদিকে আশরাফুল ছাড়াও এদিন রানের দেখা পেয়েছেন কলাবাগানের ওপেনার ওয়ালিউল করিম।

আজ ৭৯ রান করেছেন তিনি। এছাড়াও ৩৫ রান করেছেন মুনিম শাহরিয়ার এবং ২৮ রান এসেছে অধিনায়ক ফারুক হোসেনের ব্যাট থেকে। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ৫৩ রানে ২ উইকেট শিকার করেছেন সোহরাওয়ার্দি শুভ। আর আরেকটি উইকেট পেয়েছেন খালেদ আহমেদ।

কলাবাগান ক্রীড়া চক্র- ওয়ালিউল করিম (উইকেটরক্ষক), ফয়সাল আহমেদ, মোহাম্মদ আশরাফুল, জাইমুল হাসান, মুনিম শাহরিয়ার, মাহবুবুল আলম অনিক, রিয়াজুল হুদা, সঞ্জিত সাহা, ফারুক হোসেন (অধিনায়ক), মুক্তার আলি, আসির ইনতেসার।

ব্রাদার্স ইউনিয়ন- * মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, মাইশুকুর রহমান, মেহেদি হাসান রানা, অলোক কাপালি (অধিনায়ক),শাকিল হোসেন, ইয়াসির আলি (উইকেটরক্ষক), সোহরাওয়ার্দি শুভ, নাজমুস সাদাত, নিহাদুজ্জামান, শাখাওয়াত হোসেন, খালেদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *