fbpx

আফ্রিদির বোলিং দাপটে ৯ উইকেটে জয়ী পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে আফগানিস্তানের সঙ্গে হারতে হয়েছিল পাকিস্তানকে। যুবা বিশ্বকাপের নিজেরদের প্রথম ম্যাচে প্রতিবেশী দেশটির সঙ্গে ফের হারতে হয় উপমহাদেশের অন্যতম ক্রিকেট পরাশক্তিকে। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে হাসান খানের দল। আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের ওহানঙ্গেরেইতে কোবহাম ওভালে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে পাকিস্তানের যুবারা।

টস জিতে আইরিশদের ব্যাট করতে পাঠান পাকিস্তানের অধিনায়ক হাসান। ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদির বোলিং দাপটে লুটিয়ে পড়ে আইরিশ শিবির। ২৮ ওভার ৫ বলে মাত্র ৯৭ রানে অলআউট হয় ইউরোপের দলটি।

বোলারদের মধ্যে ৮ ওভার পাঁচ বল করে মাত্র ১৫রান দিয়ে একাই ছয় উইকেট নেন আফ্রিদি। হাসান তিনটি ও আরশাদ ইকবাল তুলে নেন একটি উইকেট।এদিকে ৯৮ রানের সহজ লক্ষ্য টপকাতে মাত্র ৮ ওভার ৫ বল খরচ করেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। ১৯ বলে ৪৩ রান করে অপরাজিত ছিলেন ওপেনার মুহাম্মদ জাইদ আলম। ১৪ বলে ১৮ রান করে রোহাইল নাজির ফিরে যান। তবে ২১ বলে ২৭ করে অপরাজিত ছিলেন হাসান।আইরিশদের হয়ে একটি মাত্র উইকেট নেন পেসার অ্যারন কাওলে।

সংক্ষিপ্ত স্কোর: 

আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯,       ৯৭/১০ (২৮.৫ ওভার)

পাকিস্তান অনূর্ধ্ব-১৯,          ৯৮/১ (৮.৫ ওভার)

ফলাফল:

পাকিস্তান ৯ উইকেটে জয়ীপ্লেয়ার অব দ্য ম্যাচ: শাহিন আফ্রিদি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *