fbpx

আজ মাঠে নামবে সুইজারল্যান্ড এবং সুইডেন

রাশিয়া বিশ্বকাপে সুপার সিক্সটিনের শেষ দিনের লড়াইয়ে আজ মাঠে নামবে ইউরোপের দুই দেশ সুইজারল্যান্ড এবং সুইডেন।

আজ যে দল জিতবে তারাই পাবে শেষ আটের টিকিট। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৪ নম্বরে থাকা সুইডেন এই নিয়ে মোট বার বিশ্বকাপে অংশ গ্রহণ করেছে। বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য ফাইনালে উঠা। ১৯৫৮ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেছে ইউরোপের দেশটি। তবে ফাইনালে ব্রাজিলের কাছে হেরে সোনালী শিরোপা ছোঁয়ার স্বপ্ন ভঙ্গ হয় তাদের।

এরপরে আর কোন বিশ্বকাপে চোখে পড়াও মত কিছু করতে পারেন তারা। তাই এবার নিজেদের সেরা ইতিহাসটা খেলার অনেক কাছে তারা। আজ নিজেদের প্রতিবেশীদের ঠেকাতে পারলেই নিজেদের স্বপ্নের আরো কাছে পৌঁছাতে পারবে সুইডেন। অপরদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা সুইজারল্যান্ড এই নিয়ে ১১টি বিশ্বকাপ খেলেছে। যেখানে তাদের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল। আজ সুইডেনকে হারাতে পারলেই নিজেদের ইতিহাসের নতুন সেরা সাফল্যের পথে এগিয়ে যাবে সুইসরা।

আজকের ম্যাচে দুই দলের লড়াই হবে সমানে সমানে। কারণ দুই দলের ২৭টি দেখায় দুই দলই জিতেছে ১০টি করে। আর বাকি সাতটি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চটা হিসেব করলে কিছুটা এগিয়ে সুইডেন। বিশ্বকাপের পাঁচ দেখায় তিনটিতে জয় পেয়েছে সুইডেন বাকি দুটিতে জয় পেয়েছে সুইজারল্যান্ড। তবে সব মিলিয়ে সুইডেন ও সুইজারল্যান্ডের মধ্যে আজ রোমাঞ্চকর এক লড়াই দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা।

দুই দলের সম্ভাব্য একাদশ-

সুইডেনের একাদশ: রবিন ওলসেন, মিকায়েল লুস্টিগ, ভিক্টর লিন্ডেলফ, আন্দ্রেস গ্রাংকভিস্ট, লুডোভিগ আগুস্টিনসন, সেবাস্টিয়ান লারসন, আলবিন একডাল, মার্কাস বার্গ, এমিল ফোর্সবার্গ, ভিক্টর ক্লায়েসন, ওলা টোইভোনেন।

সুইজারল্যান্ড একাদশ : ইয়ান সোমের, ম্যানয়েল আকানজি, ফ্যাবিয়ান সার, রিকার্ডো রদ্রিগেজ, স্টিফেন লিচস্টেইনার (অধিনায়ক), ব্লেরিম জেমাইলি, গ্রানিত জাকা, ভ্যালন বেহরামি, এমবোলো, গাভরানোভিচ, জাদরান শাকিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *