fbpx

আইপিএল নিলামে হতাশ হলেন যেসব তারকারা

ইন্ডিয়ান প্রমিয়ার লিগ, সংক্ষেপে আইপিএল। ভারতসহ বিশ্বের ক্রিকেট প্রেমীদের অন্যতম প্রিয় এ টুর্নামেন্ট। তাই এ টুর্নামেন্টের নিলামের দিকে চেয়ে দর্শকরা। আইপিএলের একাদশ আসরকে সামনে রেখে দুই দিন ব্যাপি নিলাম অনুষ্ঠিত হয়েছিল দেশটির বেঙ্গালুরুতে। আসন্ন আসরকে সামনে রেখে ৫৭৮ জনের নাম ঠিক করা হয় নিলামের জন্য। এদের মধ্যে ৩৬০ জনই ভারতীয়। বাকি ২১৮ জন বিদেশি।

কিন্তু এবারের আসরে দল পায়নি অনেক তারকা। এদের মধ্যে রয়েছেন মার্টিন গাপটিল, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা, তামিম ইকবাল, কুশল পেরেরা, ডেভিড উইলি, আন্দ্রে ফ্লেচার, টাইমাল মিলস, জ্যাসন হোল্ডার, থিসারা পেরেরা, শন মার্শ, লেন্ডন সিমন্স ও কোরি অ্যান্ডারসন।

অন্যদিকে, এবারের নিলামে সবথেকে অবাক করা বিষয় হল, ব্যাটিং দানব গেইলকেই কিনতে প্রথমে আগ্রহ দেখায়নি কোনো দল! যদিও নিলামে তৃতীয়বার নাম উঠার পর ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে তাকে দলে নিলো কিংস ইলেভেন পাঞ্জাব। গত কয়েক আসর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠ মাতালেও এবার নতুন দলের হয়ে মাঠ মাতাবেন তিনি।

নিলামের প্রথম দিন গেইল অবিক্রিত থাকেন। অনেকেই হয়তো অবাক হয়েছিলেন। যাকে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় সেই গেইলই আইপিএলে খেলবেন না!

তবে, অবশেষে তিনি আইপিএলে খেলতে চলেছেন। আজ শেষ বিকালে তৃতীয়বারের মতো গেইলের নাম তোলা হয় নিলামে। একমাত্র কিংস ইলেভেন পাঞ্জাবই তাকে কেনার আগ্রহ দেখায়। তাই ভিত্তি মূল্যেই গেইলকে দলে পেয়ে যায় প্রীতি জিনতার দল। বলা যায়, অনেকটাই সস্তায় তাকে পেয়ে গেল কিংস ইলেভেন পাঞ্জাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *