fbpx

আইনশৃঙ্খলা স্থিতিশীল থাকায় বিদেশি বিনিয়োগ আসছে : আইজিপি

আইনশৃঙ্খলা স্থিতিশীল থাকায় বিদেশি বিনিয়োগ আসছে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশ একটি নিরাপদ স্থান। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার কারণে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামে হালিশহর জেলা পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের ত্রুীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে পুলিশপ্রধান এ সব কথা বলেন।

আইজিপি বলেন, যেকোনো উন্নয়নের প্রধান এবং প্রথমশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা। এতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তাই আজ দেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসতে এবং এতে করে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসাবে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করছে।

জাবেদ পাটোয়ারী আরো বলেন, ‘আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় এ দেশটিকে একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চাই।’

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মুনীরজ্জামান চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার ও পুলিশ সুপার নূরে আলম মিনা। পরে পুলিশের জন্য সব নির্মিত সিভিক সেন্টারে উদ্বোধন করেন আইজিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *