fbpx

অ্যাম্বুলেন্স বিস্ফোরণ, নিহত ৪০

আফগানিস্তানে যেন শনির দশা কাটছেই না। একের পর একে বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। আজ শনিবার কাবুলে ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক ভর্তি একটি অ্যাম্বুলেন্সের বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে বলে এএফপির খবরে বলা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ এএফপিকে বলেন, এ ঘটনায় হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। আর আহত ব্যক্তির সংখ্যা ১৪০।

আহত এক ব্যক্তিকে কোলে করে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স২৪ জানুয়ারি আফগানিস্তানের জালালাবাদ শহরে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের দপ্তরে সশস্ত্র বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে ২ নিহত ও ১৪ জন আহত হয়।

এর আগে ২০ জানুয়ারি রাতে কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢুকে কয়েকজন বন্দুকধারী হামলা চালায়। এতে ১৪ বিদেশিসহ ৪০জন নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *