fbpx

‘অভিনয়’ প্রসঙ্গে নিন্দুকদের কথার জবাব দিলেন বিশ্বসেরা তারকা নেইমার!

জবাব দিলেন বিশ্বসেরা তারকা নেইমার

সুদূর বাংলাদেশেও ট্রলের শিকার হচ্ছেন নেইমার। ভাগ্যের সুমতি, সেই বিদ্রুপ ব্রাজিলিয়ান তারকা পর্যন্ত পৌঁছাচ্ছে না। একই বিদ্রুপ সারা ফুটবল বিশ্বেই। নিন্দুকদের ভাবনা, নেইমার মাঠে পড়ে যাওয়ার ‘অভিনয়’ করছেন। এ নিয়ে যখন সমর্থক-নিন্দুকরা দুভাগে বিভক্ত, তখনই মুখ খুললেন নেইমার। জানিয়ে দিলেন, অভিনয় নয়। ব্যথা ছাড়া আর কিছুই বোঝেন না তিনি।

চলতি রাশিয়া বিশ্বকাপে এখনো শিরোপার দৌড়ে এগিয়ে আছে ব্রাজিল। শেষ আটে জায়গা হয়েছে তাদের। আর এই পুরোটা সময়ে নিজেদের প্রতিটা ম্যাচেই নেইমার প্রতিপক্ষের ধাক্কায় বা বল নিতে গিয়ে পড়ে গিয়ে গড়াগড়ি খেয়েছেন। যেটা অনেকে ‘বাড়াবাড়ি’ ভাবছেন। এই কাণ্ড নিয়েই নেইমার অভিনয় করছেন, এমন গুঞ্জনে সরব নেট দুনিয়া।

তবে নেইমার বলেন, ‘আমি এসব সমালোচনা গায়ে মাখি না। কারণ এগুলো আমার দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলতে পারে। আমার মনে হয়, আমাকে হেয়-প্রতিপন্ন করার উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে।’

এলিমিনেটর রাউন্ডে নেইমারের পড়ে যাওয়ার পর তার কাতরতা দেখে প্রতিপক্ষ মেক্সিকোর কোচ কার্লোস ওসোরিও নিজেও নেইমারকে টিপ্পনি কাটতে ছাড়েননি! তিনি বলেন, ‘এটা আসলে ভাঁড়ামি করার জায়গা নয়। একজন খেলোয়াড়ের জন্য আমরা সময় নষ্ট করছি। ফুটবলের জন্য এটা লজ্জার ব্যাপার।’

currentbdnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *