টানা ষষ্ঠ শিরোপা জিতল পিএসজি
ফরাসি সুপার কাপে আঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলে মোনাকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ নিয়ে টানা ষষ্ঠ শিরোপা জিতল দলটি।
চীনের শেনজেনে শনিবার ম্যাচের ৩২ মিনিটে ফ্রি-কিকে গোল করে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। ৪০ মিনিটে স্টানলে নসোকির ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন এনকুনকু। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন টিমোথি উইয়াহ। আর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত করেন ডি মারিয়া।
এই ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত ফেব্রুয়ারিতে পায়ের চোটে পড়ার পর পিএসজির হয়ে এটাই তার প্রথম ম্যাচ। নেইমার মাঠে নেমেছিলেন অবশ্য দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট বাকি থাকতে মার্কো ভেরাত্তির বদলি হিসেবে। ততক্ষণে পিএসজি এগিয়ে ছিল ৩-০ গোলে।