fbpx

স্বরাষ্ট্রমন্ত্রী

ছাড় পাবে না কেউ : স্বরাষ্ট্রমন্ত্রী

কোনও অপরাধীই ছাড় পাবে না বলে

মাদক বিরোধী অভিযান চলাকালে কোনও অপরাধীই ছাড় পাবে না বলে জানিয়েছেন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই মাদকবিরোধী অভিযান চলবে।

তিনি বলেন, আমরা কাউকে ছাড় দেব না। মাদক নির্মূলে যুদ্ধে নেমেছি। এ যুদ্ধে বিজয়ী হতেই হবে। কেউ ছাড় পাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইতোমধ্যেই তার দৃষ্টান্ত দেখেছেন আমাদের এক সাংসদ জেলে আছেন।

একই সঙ্গে ঈদের যাত্রাকে নির্বিঘ্ন করতে সড়কপথে ঈদের তিন দিন অগে থেকে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ৪ মে র‌্যাব দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু করে। তবে ১৫ মে রাত থেকে হার্ডলাইনে যায় আইন-শৃঙ্খলা বাহিনীর এ সংস্থা। এর তিন দিনের মাথায় পুলিশের পক্ষ থেকেও মাদকবিরোধী অভিযান জোরালো করা হয়।পুলিশ-র‌্যাবের মাদকবিরোধী টানা অভিযানে রোববার ভোর পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’ ৮৫ মাদক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

https://currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *