কারাগারে প্রেরণ
কচুয়ায় ৪ মাদক ব্যবসায়ী আটক,কারাগারে প্রেরণ
কচুয়া প্রতিনিধিঃকচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে গত ২১ জুন বৃহস্পতিবার অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন-কড়ইয়া গ্রামের নুর মিয়া সওদাগরের পুত্র নজরুল ইসলাম (৩৫),একই গ্রামের আব্দুল মুনাফের পুত্র বিল্লাল হোসেন (২০),উপজেলার সাদিপুরা গ্রামের আব্দুস ছালামের পুত্র সাদ্দাম (২৬), শাহরাস্তি উপজেলার কুলশী গ্রামের মফিজুর রহমানের পুত্র সাহেদ (২৬)।
এ ব্যাপারে কচুয়া থানার এএসআই আতিকুর রহমান জানান- বৃহস্পতিবার রাতে উপজেলার কড়ইয়া গ্রামে এএসআই রিংকন ও সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিছ ইয়াবা পাওয়া যায়। তারা সকলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শুক্রবার তাদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন সংশোধন ২০০৪, ১৯(১) এর ৭(ক)/ ২৫ রুজু করে চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে।