ওমরাহ/ভিজিট ভিসায় সৌদি আরব ভ্রমণ সংক্রান্ত জরুরী প্রেস বিজ্ঞপ্তি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্মাণিত যাত্রীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি আরব সরকার ওমরাহ ভিসা ও ভিজিট ভিসায় সৌদি আরবে গমনে আপাততঃ সাময়িক নিষেধাজ্ঞা জারী করেছে। সেকারনে সৌদি আরবে
র ভিজিট ভিসা/ওমরাহ ভিসায় গমনকারীগণ অপাততঃ ভ্রমণ করতে পারবেন না। এ সকল ভিসাধারী যে সকল যাত্রী বাংলাদেশ বিমানে ভ্রমণের জন্য টিকিট ক্রয় করেছেন চাইলে রিফান্ড নিতে পারবেন অথবা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিট খালি থাকলে সে সকল ফ্লাইটে পুনরায় আসন বরাদ্দ করা হবে।
উল্লেখ্য ওয়ার্ক পারমিট/এমপ্লয়মেন্ট ভিসাধারীগণ নির্ধারিত ফ্লাইটে যেতে সৌদি আরব পারবেন।
ইতোমধ্যে যে সকল যাত্রীগণ ওমরা ও ভ্রমণ ভিসায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ ভ্রমণ করে সৌদি আরবে অবস্থান করছেন তারা নিয়মিত ফ্লাইটে দেশে ফিরে আসতে পারবেন।
তাহেরা খন্দকার
উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ
মোবাইল-০১৭৭৭৭১৫৫১১
জরুরী প্রয়োজনেঃ
বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬,
এয়ারপোর্ট : ০১৭৭৭৭১৫৫৩৩
ওয়েবসাইট: www.biman-airlines.com