fbpx

একজন সারাহ টেইলর

সারাহ টেইলর জন্ম: ২০ মে ১৯৮৯) হলেন একজন
ইংরেজ ক্রিকেটার । তিনি তার উন্মুক্ত স্ট্রোক খেলার জন্য পরিচিত একজন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সারাহ সাধারণত একদিনের আন্তর্জাতিক ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান এবং টেস্ট ক্রিকেট ম্যাচে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করে থাকেন। তিনি ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় এ্যাশেজের জন্য অপরিবর্তিত রাখা ইংল্যান্ড দলের সদস্য ছিলেন। তিনি সাসেক্স ক্রিকেট দলের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেন। তিনি ২০০৮ সালে সুপার ৪এসে ইমারাল্ডস এর হয়ে খেলছেন।

মানসিক অবসাদ জনিত কারণে কিছুক্ষন সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন।তার ভিতর মারাত্নক রকমের বিমান ভিতি ছিল। যার কারনে শেষ দুই বছর বেছে বেছে সিরিজ খেলতেন।অবশেষে মানসিক অবসাদের জন্য ক্রিকেট থেকেই অবসর নিয়ে নিলেন।

গুডবাই সারাহ টেইলর।ওয়ান অফ দ্যা টেলেন্টেড উইকেট কিপার ইন হিস্ট্রি অফ গেম।ক্রিকেট পরবর্তী জীবনে ভালো থাকবেন সারাহ টেইলর♥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *