ফেডারেশন কাপে ঢাকার মাঠে নামতে যাচ্ছে বিশ্বকাপ তারকা দানিয়েল কলিন্দ্রেস
ফেডারেশন কাপে আজ সোমবার ঢাকার মাঠে নামতে যাচ্ছে কোস্টারিকার বিশ্বকাপ তারকা দানিয়েল কলিন্দ্রেস। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব বসুন্ধরা কিংসের জার্সিতে মোহামেডানের বিপক্ষে মাঠে নামবেন তিনি। ম্যাচটি শুরু হবে বিকাল ৩ টা ১৫ মিনিটে।
রাশিয়া বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে মাত্র ৪ মাস আগে। বিশ্বকাপে সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে মোট ৯৮ মিনিট মাঠে ছিলেন কলিন্দ্রেস। সুইজারল্যান্ডের বিপক্ষে মূল একাদশের হয়ে নেমে খেলেছেন ৮১ মিনিট পর্যন্ত। বসুন্ধরা কিংসে তাকে যোগ্য সঙ্গে দেওয়ার মতো ফুটবলারে ভরপুর। ব্রাজিল স্ট্রাইকার ভিনিনিশয়াস, মিডফিল্ডার কিরগিজস্তান জাতীয় দলের বখতিয়ার দুশোবেকভ, স্পেন অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে খেলা ডিফেন্ডার জর্জ গোটর তো আছেনই।
বসুন্ধরা কিংসে আছেন জাতীয় দলের তারকা খেলোয়াড়রাও। তার মধ্যে ইমন বাবু, মাসুক মিয়া জনি, তৌহিদুল আলম সবুজ , মাহবুবুর রহমান সুফিল অন্যতম। বিপরীতে মোহামেডান দলটি একেবারেই সাদামাটা।