ভোটের হাওয়া
তিন সিটিতে ভোটের হাওয়া
ভোটের হাওয়া
মধ্য রমজানেই ভোটের হাওয়ায় রীতিমত সরগরম হয়ে উঠেছে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এলাকা। আসছে ৩০ জুলাই এই তিন সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা এসব সিটিতে আগামী ১৩ জুন থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বৃহত্তম দল বিএনপি এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করেনি। নির্বাচন কমিশন তারিখ ঘোষণার পর থেকেই দলের মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন। ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশীদের নানামুখী কর্মতৎপরতায় এসব সিটিতে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা ঘরোয়া আলোচনা, ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে প্রচারণা নেমে পড়েছেন।
ভোটাররাও নির্বাচন নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠছেন। জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে বড় তিন সিটির এই নির্বাচন। দলীয় প্রতীক নিয়ে এবারই প্রথম এই তিন সিটিতে মেয়র নির্বাচন হবে। তাই জাতীয় রাজনীতিতেও এ নির্বাচন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন।