কোটা সংস্কার আন্দোলন
কোটা সংস্কার আন্দোলন চালিয়ে যাবে
চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন
কোটা সংস্কার নিয়ে সরকারের আশ্বাস প্রত্যাখ্যান করে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে থাকা আন্দোলনকারীদের পক্ষ থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।
‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ ব্যানারে এই আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, সব শিক্ষার্থী আন্দোলন স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। এ কারণে আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।