কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হসপিটালে অনিয়ম ভোগান্তিতে রোগী
মোঃ মহসিন হোসাইনঃ অর্থনৈতিক দুর্দশার কারণে বাধ্য হয়ে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে চিকিৎসা নিতে এসে অস্বাস্থ্যকর পরিবেশে চরম ভোগান্তির মধ্যে পড়ে যাচ্ছেন রোগীরা। অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি নিয়মিত চিকিৎসক, ওষুধ ও সেবিকার সঠিক সেবা না পাওয়াও নিত্যদিনের ব্যাপার। সরেজমিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া গেছে। দেখা গেছে, সমাজের দরিদ্র মানুষগুলো অর্থ সংকটে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে না পেরে বাধ্য হয়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে প্রবেশ করলেই দুর্গন্ধে নাকে রুমাল বাধতে হয়। নামমাত্র ঝাড়ু দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে আছে হাসপাতালের এখানে-সেখানে। পানি দিয়ে না ধোয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ১০০ শয্যাবিশিষ্ট হাতপাতাল হলেও সে অনুযায়ী জনবল নেই, তার ওপর বাড়তি রোগীর চাপ রয়েছে সরকারি এ হাসপাতালটিতে। হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত ওষুধ সরবরাহের কথা বললেও রোগীরা বলছেন উল্টোটা।নির্ধারিত শয্যার চেয়েও অধিক রোগী ভর্তি সেখানে।যার কারনে শয্যা না পেয়ে মেঝেতে কাটাতে হচ্ছে দিন। চাঁদপুর জেলার কচুয়া উপজেলা এক রোগী জানান- তলপেটে ব্যথা নিয়ে গত ১৮-০৭-১৮ ইং বুধবার হসপিটালে ডাঃ বাপ্পীর তত্ত্বাবধানে ভর্তি হয়েছি কিন্তু গত তিন দিনে এক বারও তার সন্ধান মিলেনি। সমস্যা মনে করলে সঠিক সময়ে নার্স ডেকে পাওয়া যায় না। যাও বা আসেন, রুক্ষ আচরণ তাদের। হসপিটালের বিভিন্ন রোগীরা জানান- হাসপাতালের বাথরুম অপরিস্কার-অপরিচ্ছন্ন। নিতান্ত দায় থেকে এটি ব্যবহার করতে বাধ্য হচ্ছি। খাবার পানির কোনো সুব্যবস্থা নেই। তবে ফরিদপুর শহরে বিদ্যুৎ সরবরাহ ভালো থাকায় এখানে বিদ্যুতের কোনো সমস্যা নেই। |