কচুয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়
মোঃ মহসিন হোসাইনঃ কচুয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর।
আজ শনিবার সকাল ১১টার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনার সহকারি শাহজামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর,এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত উপ পরিচালক আমিনুল ইসলাম মাখন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুমন দে,কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,চাঁদপুর জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না,পৌর আওয়ামীলীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি সমীর রায়, সাধারন সম্পাদক নিলুফা আক্তার,সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, ৪নং সহদেবপুর ইউনিয়নের মাঠ পরিদর্শক নাছিমা আক্তার।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।
এছাড়াো সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।