fbpx

স্পেনের নতুন কোচ হিসেবে লুইস এনরিকের নাম ঘোষণা

স্পেনের নতুন কোচ হিসেবে লুইস এনরিকের নাম ঘোষণা, দুই বছরের চুক্তিতে এনরিকের যোগ দেওয়ার খবরটি সোমবার নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া লোপেতেগিকে রাশিয়া বিশ্বকাপের একদিন আগে ছাঁটাই করে আরএফইএফ। তার পরিবর্তে দায়িত্ব পাওয়া ফের্নান্দো ইয়েররোর অধীনে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পৌঁছে স্পেন। কিন্তু কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রোববার খবর আসে, কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইয়েররো। ক্রীড়া পরিচালকের পদে ফিরতেও অস্বীকৃতি জানান তিনি। সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বোর্ড সভার পর নতুন কোচ হিসেবে লুইস এনরিকের নাম ঘোষণা করা হয়।

২০১৪ সালে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর তিন বছরে সম্ভাব্য ১৩ শিরোপার মধ্যে ৯টি জিতেন এনরিকে। সব মিলিয়ে বার্সেলোনার কোচ হিসেবে কেবল পেপ গুয়ার্দিওলা (১৪টি) ও ইয়োহান ক্রুইফ (১১টি) তার চেয়ে বেশি শিরোপা জিতেছেন। ২০১৭ সালে কাতালান ক্লাবটির দায়িত্ব ছাড়ার পর আর কোনো দলের কোচিং করাননি ৪৮ বছর বয়সী এই কোচ।

 

currentbdnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *