৫ জনকে হত্যা!
পত্রিকা অফিসে ঢুকে গুলি করে ৫ জনকে হত্যা!
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ক্যাপিটাল গেজেট নামের একটি সংবাদপত্রের বার্তাকক্ষে (নিউজরুম) ঢুকে গুলি চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে এক বন্দুকধারী। এসময় নিহত হয়েছেন আরও দুইজন।
২৮ জুন, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ওই পত্রিকা অফিসের বার্তাকক্ষে হামলার এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে এক হামলাকারী শটগান আর স্মোক গ্রেনেড নিয়ে ক্যাপিটাল গেজেটের নিউজরুমে ঢোকে। কাঁচের দরজার ভেতর দিয়ে সে বার্তা কক্ষের ভেতরে এলোপাথাড়ি গুলি চালায় বলে পত্রিকার অফিসেরর কর্মীরা জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে জ্যারড রামোস (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২০১২ সালে ক্যাপিটাল গেজেটের বিরুদ্ধে ওই ব্যক্তি মানহানির মামলা করে ব্যর্থ হয়। তবে কী কারণে এই হামলা হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন না তারা।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আটকের পর জ্যারড রামোসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে এ ঘটনার পর যুক্তরাষ্ট্রে বিভিন্ন সংবাদমাধ্যম কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন পত্রিকা অফিসের সামনে অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হয়েছে।