নিবন্ধিত জেলে
লক্ষ্মীপুরের কমলনগরে ভিজিএফ সুবিধা পেলেন দেড় হাজার জেলে
ভিজিএফ সুবিধা পেলেন প্রায় দেড়হাজার নিবন্ধিত জেলে
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে ভিজিএফ সুবিধা পেলেন প্রায় দেড়হাজার নিবন্ধিত জেলে। গত দুইদিন ধরে উপজেলা সাহেবেরহাট ইউনিয়ন পরিষদে একার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এস.এম.মহিব উল্লাহ। চালবিতরণে হারিছ মাঝি, ইয়াছিন মাঝি ও গণিমাঝিসহ অসংখ্য সুবিধাভোগী জেলে জানান, সরকারের নিয়মানুযায়ী প্রত্যেক সুবিধাভোগী জেলের বিপরীতে চল্লিশ কেজি হারে চাল পেয়েছেন। এতে জেলেরা সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি যথাসময়ে এবং সঠিক ওজনে চাল পেয়ে মহাখুশী তারা। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউপি’র চেয়ারম্যান মাস্টার মো. আবুল খায়ের, সাহেবেরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি ছিদ্দিক মাতাব্বর, সাধারণ সম্পাদক মাস্টার মো. আজাদ, সকল ইউপি সদস্য, সংরক্ষিত নারীসদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত র্ছিলেন। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের জানান, তার ইউনিয়নে পরিপত্র অনুযায়ী নিবন্ধিত জেলেদের মাঝে সঠিক ওজনে চাল বিতরণ করেছেন। সঠিকভাবে চালবিতরণ বিষয়ে দায়িত্বরত ট্যাগ অফিসার আবদুল কুদ্দুস জানান, উপস্থিত প্রকৃত নিবন্ধিত জেলেদের মাঝে অজুহাত ছাড়া মৎস্যদপ্তরের সকল নিয়ম-কানুন মেনে জেলে প্রতি চল্লিশ কেজি হারে চাল বিতরণ করছি।