নেত্রকোনায় বাবা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাঁচ বছরের শিশু তৃষামনিকে শ্বাসরোদ্ধ করে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড
নেত্রকোনার দূর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাঁচ বছরের শিশু তৃষামনিকে শ্বাসরোদ্ধ করে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আজ সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- দূর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের মৃত আমীর শেখের ছেলে মঙ্গল হোসেন (৫৫) ও তার মেয়ে রুখসানা পারভীন ওরফে খুকুমনি (১৯)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, পাবিয়াখালী গ্রামের বাসিন্দা নাগেরগাতী অনির্বাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের প্রতিবেশী মৃত আমীর শেখের ছেলে মঙ্গল হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিগত ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর শফিকুল ইসলামের ৫ বছরের মেয়ে তৃষামনি ঘর থেকে বের হয়ে পাশের বাড়ি যায়।
মেয়ের খোঁজ না পেয়ে পরদিন দূর্গাপুর থানায় এ ব্যাপারে জিডি দায়ের করা হয়। বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর মঙ্গল হোসেনসহ ৪ জনকে আসামি করে দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ৩০ এপ্রিল চার আসামীর বিরুদ্ধেই আদালতে চার্জশিট দাখিল করে।
https://currentbdnews24.com