১১০ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস
মিরপুর টেস্টে প্রথম দিনে ব্যাটিংয়ের চিত্রটা দ্বিতীয় দিনের শুরুতেও পাল্টাতে পারেনি বাংলাদেশ।
৪ উইকেটে ৫৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। আজ সকালের সেশনে দুজন আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করলেও তাঁদের জুটি টিকেছে মাত্র পাঁচ ওভার। সুরঙ্গা লাকমলের করা বেশ বাইরের বল অযথাই খেলতে গিয়ে স্টাম্পে টেনে আনেন লিটন। অধিনায়ক মাহমুদউল্লাহ ও সাব্বির রহমানও বেশিক্ষণ টিকতে পারেননি। অভিষিক্ত আকিলা ধনঞ্জয়ার এক ওভারেই ফিরে যান এ দুই ব্যাটসম্যান। এরপর আর বেশিক্ষন টেকেনি বাংলাদেশের প্রথম ইনিংস। ১১০ রানেই গুটিয়ে গেছে মাহমুদউল্লাহর দল।
প্রথম ইনিংসেই ১১২ রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা।
শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে এটা বাংলাদেশের সর্বনিম্ন রানের ইনিংস। দেশের মাটিতে প্রায় ১০ বছর পর ১২০ রানের নিচে অল আউট হলো বাংলাদেশ। এজন্য ব্যাটসম্যানদের দায় এড়ানোর উপায় নেই। অফ স্টাম্পের বেশ বাইরে কিন্তু নিখুঁত লেন্থে করা লাকমলের ডেলিভারি স্টাম্পে টেনে আনেন লিটন। স্কয়ার কাটের চেষ্টা করলেও কোনো ফুটওয়ার্ক ছিল না। এরপর ৪৩তম ওভারে ধনঞ্জয়ার ভেতরে ঢোকা বল ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন মাহমুদউল্লাহ (১৭)। দুই বল পরই মিড উইকেটে দিনেশ চান্ডিমালকে ক্যাচ দেন সাব্বির। নিজের পরের ওভারে আব্দুর রাজ্জাককেও তুলে নেন ধনঞ্জয়া। কিন্তু তার পরের ওভারেই যে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাবে তা জানত কে! দিলরুয়ান পেরেরার করা এ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ফিরে যান তাইজুল ও মোস্তাফিজুর রহমান। রান আউট হন তাইজুল।