fbpx

সিলেটে স্থগিত দুই কেন্দ্রে পুনঃভোট চলছে

সিলেটে স্থগিত দুই কেন্দ্রে পুনঃভোট চলছে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষণা করা দুটি কেন্দ্রের পুনঃভোট গ্রহণ চলছে।

১১ আগস্ট, শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। পুনঃভোট গ্রহণের কেন্দ্র দুটি হলো গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দুটি কেন্দ্রে রয়েছে মোট চার হাজার ৭৮৭ ভোট। গত ৮ আগস্ট, বুধবার পুনঃভোট গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামানকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের পক্ষ থেকে এই নির্দেশনা দেন নির্বাচন পরিচালনা-২ অধিশাখার যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান। উল্লেখ্য, ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে বেসরকারিভাবে মোট ১৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩২টির ফল ঘোষণা করা হয়।

১৩২টি কেন্দ্রের ফলাফলে ৯০ হাজার ৪৯৬ ভোট (ধানের শীষ প্রতীকে) পেয়ে এগিয়ে আছেন বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। ৮৫ হাজার ৮৭০ ভোট পেয়েছেন (নৌকা প্রতীকে) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।

currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *