শুভ জন্মদিন ” ভয়েস অফ বাংলাদেশ ক্রিকেট “
আজ প্রিয় মানুষটির জন্মদিন। শুভ জন্মদিন “ভয়েস অফ বাংলাদেশ ক্রিকেট “।
২০০৩ সাল… পাকিস্তানের সাথে টেস্ট খেলছে বাংলাদেশ। সেই ঐতিহাসিক মুলতান টেস্ট। অলক কাপালীর একটা ক্যাচ ডাইভ দিয়ে ধরতে গিয়ে মাটিতে ফেলে দিলেন পাকিস্তানের অধিনায়ক উইকেট কিপার রশিদ লতিফ। তবে আম্পায়ারের দিকে পেছন ফিরে থাকায় কৌশলে মাটি থেকে বল তুলে আউটের আপিল করেন। আম্পায়ার টিভি রিপ্লের সাহায্য ছাড়াই আউট দিয়ে দিলেন। কমেন্ট্রি বক্সে প্রতিবাদ জানালেন আতহার। বললেন এটা অবিচার হলো বাংলাদেশের সাথে। অন্য কমেন্টেটর রমিজ রাজা বললেন, “টিপিক্যাল বাংলাদেশী কমেন্ট”। আতহার ও দিলেন কড়া জবাব– “এন্ড রশিদ ডিড হোয়াট ইজ টিপিক্যাল পাকিস্তানী স্টাইল”।
এই একটা কমেন্ট করে ঝড় তুলেছিলেন মিডিয়াতে। রিপ্লে দেখার পর ম্যাচ রেফারির সিদ্ধান্তে রশিদ নিষিদ্ধ হয় পাঁচ ম্যাচের জন্য।
২০০৫ এ কার্ডিফে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের শেষ মুহুর্তে আফতাব ছয় মারার পর আতহারের সেই কন্ঠ, “হোয়াট এ শট! দ্যাট টুক অস্ট্রেলিয়া … .আউট অব দিস গেম”। ২০১০ সালে নিউজিল্যান্ড প্রথমবার হোয়াইটওয়াশ হবার পর আতহার প্রথম বলেছিলেন, “বাংলাওয়াশ”।
এভাবেই, জয়-পরাজয়ে কমেন্ট্রি বক্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের হয়ে ১৯ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন আতহার। প্রায় ৩০ গড়ে ৫৩২ রান এবং ৬ টি উইকেট নিয়েছেন।
আজ প্রিয় মানুষটির জন্মদিন। শুভ জন্মদিন “ভয়েস অফ বাংলাদেশ ক্রিকেট “। মাইক্রোফোন হাতে আরো অনেক বছর বাংলাদেশের হয়ে লড়ে যান।