fbpx

শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় আওয়ামী লীগ নেতাকে ধাওয়া

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় আওয়ামী লীগ নেতা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোপীনাথ দাসকে ধাওয়া দেওয়া হয়েছে।

১ জুলাই, বুধবার দুপুরে শহরের চাষাঢ়া রাইফেল ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গোপীনাথ দাসকে ঘিরে ধরলে তিনি দ্রুত একটি দোকানের ভেতর ঢুকে শাটার নামিয়ে দেন। ওই সময় উত্তেজিত আন্দোলকারীরা হামলা চালিয়ে শাটার ভেঙে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে শিক্ষার্থীদের একটি অংশ ও আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে রক্ষা করে। পরে গোপীনাথ ভুল স্বীকার করে ক্ষমা চাইলে শিক্ষার্থীরা শান্ত হয়।

শিক্ষার্থীদের দাবি, গোপীনাথ আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন কটু কথা বলেছেন। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেন। এ কথার প্রতিবাদ করলে তিনি ধমকও দেন।

কিন্তু গোপীনাথ দাস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একটা অনুষ্ঠান থেকে ফিরছিলাম। আমার হাতে চারাগাছ ছিল। ছাত্ররা আমার রিকশা থামিয়ে সামনে যেতে না করে। আমি বেশি কিছু বলিনি।’

https://currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *