লজ্জার রেকর্ড ইংলিশদের
অকল্যান্ডে শুরু হয়েছে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। লজ্জার রেকর্ড ইংলিশদের
টস জিতে কিউই দলপতি ক্যন উইলিয়ামসন ব্যাটিংয়ে পাঠায় ইংলিশদের। ব্যাটিংয়ে নেমে লজ্জার রেকর্ড গড়লো ইংল্যান্ড ব্যাটসম্যানরা। প্রথম সেশনে সর্বনিম্ন রানে অলআউট হবার রেকর্ডের খাতায় নিজেদের নাম লেখালো পঞ্চম স্থানে।
নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে মাত্র ২০.৪ ওভারে ৫৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম সেশনে।প্রথম সেশনে এর আগে ১৮৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানে ভারত। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৪৫ রানে নিউজিল্যান্ড।
২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৬০ রান। সবশেষ আজ বৃহস্পতিবার অকল্যান্ডে মাত্র ৫৮ রানে সব উইকেট হারিয়ে এই রেকর্ডে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন ইংলিশ পেসার ক্রেইগ ওভার্টন। তার ব্যাটে আসে ২৫ বলে ৩৩ রান। এছাড়া দুই অংকের রান করেন ওপেনার ব্যাটসম্যান মার্ক স্টোনম্যান। খেলেন ২০ বলে ১১ রানের ইনিংস।কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট নেন ১০.৪ ওভারে ৩ মেডেন আর ৩২ রান দিয়ে নেন ৬ উইকেট।
টিম সাউদি নেন ২৫ রান দিয়ে ৪ উইকেট।এখন পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৪ ওভার শেষে ১ উইকেট খরচায় ২১ রান। কিউই ওপেনার জিত রাভালকে ৩ রানে ফেরান জেমস এন্ডারসন।