রায়পুরে দুস্থ্যদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে সেলিনা-শহীদ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় ও দুস্থ্যদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১১ জুন) দুপুরে উপজেলার চরআবাবিল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারীর সভাপতিত্বে ও ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন সাহাজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা-শহীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা ইসলাম। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার,
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক এবিএম সেলিম, মুকুল পাটওয়ারী, ইমরান হোসেন রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা মারুফ বিন জাকারিয়া, ছাত্রলীগ নেতা ইফতেখার রায়হান প্রমুখ। এতে প্রায় ১৫শ দুস্থ্যদের মাঝে ইফতার, ১ হাজার গরিবের মাঝে শাড়ি-লুঙ্গি, গ্রাম পুলিশদের মাঝে ১০টি বাই- সাইকেল ও ১০টি দুস্থ্য পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।