মেসি-সুয়ারেজ জাদু
ম্যাচের ৮৭ মিনিটের খেলা শেষ ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে বার্সেলোনা।
জয়ের দ্বারপ্রান্তে সেভিয়া। কিন্তু তারপরও তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। কারণ বিপক্ষ দলে যে রয়েছেন লিওনেল মেসি! লা লিগার এ মৌসুমে এখনো পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। প্রতিটি ম্যাচ শেষে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন মেসি-ভালভারদের দল। তাদের সেই অপ্রতিরোধ্য জয়রথ প্রায় ভেঙেই দিয়েছিলো সেভিয়া।
মেসিবিহীন বার্সেলোনা প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে। এ অবস্থায় পরাজয় রুখতেই মাঠে নামানো হয় মেসিকে। ৬০ তম মিনিটে মেসি মাঠে নামলে প্রাণ ফিরে পায় বার্সা। তারপরও কাঙ্খিত গোল থেকে অনেক দূরে বার্সা। ম্যাচের শেষ প্রান্তে এসে গোল করে আশা ফেরান সুয়ারেজ। সুয়ারেজের শট সেভিয়ার গোলরক্ষককে ফাঁকি দিলে গোলে ব্যবধান কমে।
এর এক মিনিটের মধ্যেই গোল করে সমর্থকদের হাঁফ ছাড়ার সুযোগ করে দেন মেসি। লা লিগার শিরোপা জয়ের জন্য এই ম্যাচটা অত গুরুত্বপূর্ণ কিছু ছিলোনা। কিন্তু অপরাজিত জয়রথ বাঁচিয়ে রাখতে অন্তত ড্র করা জরুরি ছিলো বার্সেলোনার জন্য।