মিঃ ডিপেন্ডেবল ঃ
মিঃ ডিপেন্ডেবল মুশফিকুর রহিম
মিঃ ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের সর্বশেষ ৫ টি-টোয়েন্টি ইনিংস।
১/ ৪৪ বলে ৬৬ রান, অপরাজিত।
২/ ৩ বলে ৬ রান।
৩/ ১২ বলে ১৮ রান।
৪/ ৩৫ বলে ৭২ রান, অপরাজিত।
৫/ ৫৫ বলে ৭২ রান, অপরাজিত।
মোট রান- ২৩৪ রান।
এভারেজ- ১১৭
স্ট্রাইক রেট- ১৫৫
একজন ব্যাটসম্যান ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠে, আর কন্সিস্টেন্টলি ভালো খেলতে শুরু করে। কিন্তু এর জন্য তাকে যথেষ্ট সময় দিতে হয়। আর যদি তাকে সময় না দিয়ে শুরু থেকেই তার কাছ থেকে ভালো খেলা আশা করেন, তাহলে ওই ব্যাটসম্যান ধারাবাহিক ভাবে কিছুই দিতে পারবে না।
ক্রিকবাজ ও ক্রিকইনফো দেখে বা একটা প্লেয়ারের পূর্বের রেকর্ড দেখে তার ক্লাস কখনও নির্ণয় করা যায়না। ক্রিকবাজ আর ক্রিকইনফো নিয়ে পড়ে না থেকে মাঠের খেলা দেখেই একটা প্লেয়ারকে বিচার করতে শিখুন।