fbpx

মহম্মদপুরে স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

মাগুরার মহম্মদপুরে প্রথমবারের মতো একজন নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রের সহকারী স্বাস্থ্য পরিদর্শক। তার বাড়ি উপজেলার নহাটা গ্রামে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন তথ্যটি নিশ্চিত করেছেন। করোনা শনাক্তের পর প্রশাসনের পক্ষ থেকে ওই স্বাস্থ্যকর্মীর বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।  
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, উপজেলায় এ পর্যন্ত ৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো  একজন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, আক্রান্ত নারীর শরীরে করোনার কোনো উপসর্গ ছিলো না। সাধারণ মানুষের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ওই সহকারী স্বাস্থ্য পরিদর্শকের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। 
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, ওই স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্তের খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে তার বাড়িটি লকডাউন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *