ব্যাংকে লেনদেনের সময় কমে আসবে
বাংলাদেশ ব্যাংক করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যাংক লেনদেনের সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে । তবে ঠিক কবে থেকে তা কার্যকর হবে, তা এখনো ঠিক হয়নি। নতুন সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত টাকা জমা ও উত্তোলন করা যাবে। আর ব্যাংক খোলা থাকবে দুপুর দেড়টা পর্যন্ত। আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন দেবে দেশের কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি অফিস বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংক লেনদেনের সময় কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই তা প্রজ্ঞাপন দিয়ে কার্যকর করা হবে।
করোনা ভাইরাসের কারণে ব্যাংকগুলোতে নগদ উত্তোলন ছাড়া অন্য সব ক্ষেত্রে চাপ নেই বললেই চলে। এ কারণে ব্যাংকগুলো শুরু থেকেই এ দাবি জানিয়ে আসছিল। ব্যাংকগুলো নিজ উদ্যোগে কর্মী কমিয়ে এনেছে। বেশির ভাগ ব্যাংকেই কর্মীদের দুই ভাগে ভাগ করে অফিস করতে বলা হয়েছে।