নারী শ্রমিক নিহত
বালুর নিচে চাপা পড়ে দুই নারী শ্রমিক নিহত
বালুচাপায় ২ নারী শ্রমিক নিহত
সুনামগঞ্জে চলতি নদী থেকে বালু-পাথর উত্তোলনের সময় বালুর স্তুপের নিচে চাপা পড়ে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত দুই শ্রমিকের নাম রহিমা বেগম (২৫) ও আলেহা খাতুন (৩০)। রহিমা বেগম নারায়ণতলা গুচ্ছ গ্রামের সাঈদ মিয়ার মেয়ে এবং আলেহা খাতুন মুক্তিযোদ্ধা খোর্শেদ মিয়ার মেয়ে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চলতি নদীর পাড় ধসে এই দুইজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর সীমান্তের ডলুরা পার্শ্ববর্তী চলতি নদী মিশেছে ভারতের লালপানি-কাপইগড়াতে। এই সীমান্তের জিরো পয়েন্টের একটু দূর থেকে প্রতিদিন হাজারো শ্রমিক বালু-পাথর উত্তোলন করে। মঙ্গলবার বেলা ১১টায় পাড় ঘেষে নীচে থেকে বালু-পাথর উত্তোলনের সময় পাড় ধসে বালুর নিচে চাপা পড়েন শ্রমিক রহিমা বেগম ও আলেহা খাতুন। পরে বালু থেকে এই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন অন্য শ্রমিকরা।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, দুই শ্রমিক বালুচাপায় নিহতের ঘটনায় মামলা করা হবে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।