বরগুনায় নিখোঁজ বাবুর সন্ধানের দাবীতে মানববন্ধন
বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ মরখালী গ্রামের মোঃ আতিকুর রহমান শাওন বাবুকে গত ১২ জুন বৃহস্পিবার রাত ২ টায় দিকে ঘর থেকে তুলে নিয়ে গেছে কে বা কারা তার পরিবার জানেনা। বাবুকে ফেরত পেতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার সকাল ১০ টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কৃষক লীগের সভাপতি আজিজুল হক স্বপনের সভাপতিত্বে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে উপ¯ি’ত ছিলেন ৭ নং ঢলুয়া ইউনিয়নের ইউপি সদস্য জসিম উদ্দিন মাতুব্বর, সানু মাতুব্বর, জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক তানভীর হোসাইন বক্তব্য রাখেন নিখোঁজ বাবুর বোন খাদিজা আক্তার, বাবুর মা নাজমুন নাহার লাকী।
এ সময় বাবুর মা বলেন, গভির রাতে ১০/১২ জন লোক আমার ঘর ভেঙ্গে বাবুকে তুলে নিয়ে যায়। আজ ২৩ দিন হয়ে গেছে আমার ছেলের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি ও কি বেচে আছে নাকি মরে গেছে তাও জানি না। আমি বাবুর সন্ধান চাই ? এ ব্যপারে বরগুনা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বাবুর মা বাদী হয়ে অজ্ঞাত ১০/১২ জন আসামী করে একটি মামলা দয়ের করেন।