স্কুলছাত্রী
বন্য হাতির আক্রমণে স্কুলছাত্রী নিহত!
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।
২৭ জুন, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীর নাম নুরে জান্নাত (১১)। সে সেগুনবাগিচা গ্রামের বাহাদুর হকের মেয়ে এবং প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জান্নাতসহ কয়েকজন গরু আনতে বনে যায়। সেসময় তাদের ওপর হামলা করলে বন্য হাতির পদপিষ্ট হয় জান্নাত।
খবর পেয়ে জান্নাতের পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা আব্দুর রহমান জানান, ঘটনাস্থল একটি পার্বত্য অঞ্চল। যেখানে বেশিরভাগ মানুষই দিনমজুর। ওই এলাকায় বন্য হাতির আক্রমণ খুব সাধারণ ঘটনা।