পয়েন্ট টেবিলে বাংলাদেশের বর্তমান অবস্থান জেনে নিন
ক্রিকেট বিশ্বের শক্তিধর দল অস্ট্রেলিয়ার অবনমন ঘটল ওয়ানডে র্যাংকিংয়ে। ২ রেটিং পয়েন্ট খুঁইয়ে আইসিসি র্যাংকিংয়ের পঞ্চম স্থানে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ী পাকিস্তানও হারিয়েছে ৩টি রেটিং পয়েন্ট। এছাড়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে রেটিং পয়েন্ট খুঁইয়েছে বাংলাদেশ।
একদিনের আন্তর্জাতিক ম্যাচের র্যাংকিংয়ে অজিদের পতন ঘটলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দারুণ নৈপুণ্য দেখিয়ে বাড়িয়ে নিয়েছে রেটিং পয়েন্ট। এরই ধারাবাহিকতায় ২ রেটিং পয়েন্ট যুক্ত করে মোট ১১৬ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড র্যাংকিংয়ের তৃতীয় অবস্থানে উঠে এসেছে। আর ৩ রেটিং পয়েন্ট অর্জন করে ১১৫ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের চতুর্থ স্থানে উঠেছে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারের ফলে অস্ট্রেলিয়া এখন ১১২ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের পঞ্চম অবস্থানে নেমে এসেছে। আর নিউজিল্যান্ডের কাছে ৫-০ ব্যবধানে সিরিজ হেরে যাওয়া পাকিস্তান ৯৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে র্যাংকিংয়ের ৬ নম্বরে।
এদিকে বাংলাদেশে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে ২ রেটিং পয়েন্ট খুঁইয়েছে বাংলাদেশ। তারপরও ৯০ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের ৭ম অবস্থানে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। অবশ্য এতে শ্রীলঙ্কার পয়েন্টের কোনো তারতম্য হয়নি। তারা ৮৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরেই আছে।