পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার পুকুর থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার পুকুর থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার থেকে উজ্জ্বল মিয়া নামে ওই যুবক নিখোঁজ ছিল বলে দাবি স্বজনদের। উজ্জ্বল শ্রীপুর উপজেলার ভাংনাহাটি মধ্যপাড়া গ্রামের মাহমুদ আলীর ছেলে। উজ্জ্বল পেশায় দিন মজুর ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গোসলের কথা বলে গত সোমবার বাসা থেকে বেরিয়ে যান উজ্জ্বল। পরে তিনি আর বাসায় ফেরেননি। নিখোঁজের পর থেকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তার কোনো সন্ধান পায়নি স্বজনরা।
বৃহস্পতিবার সকালে ভাংনাহাটি দাখিল মাদ্রাসার পুকুরে উজ্জ্বলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীর ফুলে বিকৃত হয়ে গেছে জানিয়ে পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে