ফিরল লাশ
পিপি রথিশ চন্দ্র ভৌমিক নয় ৫ দিন পর ফিরল লাশ
৫ দিন পর ফিরল পিপি রথিশ চন্দ্রের লাশ
রংপুরের বিশেষ জজ আদালতের পিপি ও আওয়ামী লীগ নেতা রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনার লাশ উদ্ধার করেছে র্যাব। নিখোঁজের ৫দিন পর রংপুর নগরীর মোল্লাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির মেঝে থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়।
বুধবার রাত সোয়া একটার দিকে লাশটি উদ্ধার করা হয়।